অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টর বিবৃতির পরে দিনাজপুরের হিলির আলীহাটে অনুষ্ঠিত হলো মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ। খেলা ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তবে ৭ দিন আগে তৌহিদী জনতার বাধার মুখে এই খেলা অনুষ্ঠিত হতে পারেনি। পণ্ড হয়ে যায়। নারীদের খেলা দেখতে ছুটে আসে হাজার হাজার ফুটবল প্রেমী। এমন আয়োজনে খুশি খেলোয়াড় ও স্থানীয়রা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামের ধানী জমি সংস্কার করে (অস্থায়ী মাঠে) ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং ইটাই মৎস্যচাষী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এই প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দেখতে ছুটে আসে হাজার হাজার ফুটবল প্রেমী। খেলায় ঢাকা নারী দল ও জয়পুরহাট নারী দল অংশ গ্রহণ করেন। নির্ধারিত সময়ে শেষে ঢাকা নারী দল ৩-০ গোলে জয়পুরহাট নারী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়।
গত ২৮ জানুয়ারি উপজেলার বাওনা অস্থায়ী মাঠে বিজয় দিবস উপলক্ষে গরু ও খাসি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ওই দিন এলাকার তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে খেলার মাঠে উপস্থিত হলে আয়োজক কমিটির সদস্যদের তৌহিদী জনতার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুপক্ষের প্রায় ১০ জন আহত হন। এতে দেশজুড়ে নানা সমালোচনার সৃষ্টি হলে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিবৃতির পরে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিনাজপুরের হিলিতে নারীদের প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
খেলা দেখতে আসা কয়েকজন মহিলা দর্শক বলেন, বর্তমান যুগের সাথে নারীরা তাল মিলিয়ে চলছে। আমরা নারীরা সমাজের বোঝা নয়। আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছি। নারীদের প্রমীলা ম্যাচ দেখতে দূর-দূরান্ত থেকে হাজারো ত্রীড়াপ্রেমী ও উৎসুক জনতা ভিড় করে। এমন আয়োজনে তারা অনেক খুশি।
আয়োজক মাসুদ রানা বলেন, প্রধান উপদেষ্টার দিক নির্দেশনায় আমরা প্রমীলা ফুটবল খেলার আয়োজন করেছি। বর্তমানে কোন সমস্যা নেই। মানুষকে বিনোদন দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। এ ছাড়াও সুস্থ শরীর আর সুস্থ মানসিকতার জন্য খেলার কোন বিকল্প নেই। এমন আয়োজনে খেলার মাঠ ও ক্রীড়াঙ্গনে ফিরবে উচ্ছাস এমনটাই আশা আমাদের।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা হাশমাতুন নাহার শুভ্রা, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহারসহ অনেকেই।
আরটিভি/এমকে