স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন–এমন মিথ্যা তথ্য দিয়ে ঘরে প্রবেশ করে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরের চরবংশীর চরলক্ষ্মী এলাকায় গত শুক্রবারে দিবাগত রাতের এ ঘটনায় ওই নারীকে উদ্ধার করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাদী হয়ে ভুক্তভোগী নারী রায়পুর থানায় ৩ জনকে আসামি করে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া।
এ মামলায় মিলন হাওলাদার (২৮) ও আলমগীর হোসেন (৪২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ।
মামলা থেকে জানা যায়, শুক্রবার গভীর রাতে মিলন হাওলাদার ও আলমগীর হোসেন চরলক্ষ্মী এলাকায় ভুক্তভোগী নারীর ঘরের সামনে গিয়ে দরজা খুলতে বলেন। এ সময় ওই নারী ঘর থেকে দরজা খোলার বিষয়টি জিজ্ঞাসা করলে অভিযুক্তরা জানান, তার স্বামী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে ঘরের দরজা খুলে দিলে ওই নারীর মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে তিন যুবক। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই তিন যুবক। পরে পালিয়ে যাওয়ার সময় ওই এলাকায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আলমগীর হোসেনকে আটক করে স্থানীয়রা। পরে গরু চুরির মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, আজ ভোরে চরলক্ষ্মী এলাকায় অভিযান চালিয়ে মিলন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে আলমগীর হোসেন ধর্ষণের পর গরু চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। মামলায় আলমগীর হোসেনকে শোন অ্যারেস্টে দেখাতে আদালতে আবেদন করে পুলিশ।
এ বিষয়ে রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সকালে ৩ জনকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামি আলমগীর হোসেন ধর্ষণের পর ওই এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুসহ হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে গরু চুরির মামলায় বর্তমানে জেলহাজতে রয়েছে। সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তাকে শোন-অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। অন্য আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।
আরটিভি/এমকে/এআর