ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুল্ক কর ফাঁকি দিয়ে পণ্য আনায় ২ ভারতীয় নাগরিককে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।
এর আগে সোমবার পৌরসভার নারায়ণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ভ্যাকসিন ও ইনজেকশনসহ বিভিন্ন কোম্পানির ১১২ পাতা ভারতীয় ট্যাবলেটসহ দুজন ভারতীয় নাগররিক কে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভারতের ওয়েস্ট বেঙ্গলের সুধীর দত্তের ছেলে প্রদীপ দত্ত (৬০) ও একই এলাকার বাদল দত্তের ছেলে গৌতম দত্ত (৫৩)।
আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন বলেন, ‘শুল্ক ও কর ফাঁকি দিয়া বাংলাদেশে পণ্য আনার অপরাধে আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আরটিভি/এমকে/এআর