টাঙ্গাইলের ঘাটাইল ও বাসাইলে অভিযান চালিয়ে ৯ ইটভাটা মালিককে ২৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ঘাটাইলের ছয় ইটভাটাকে ২২ লাখ ও বাসাইলের তিন ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যৌথভাবে সহকারী কমিশনার (ভূমি), পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ অংশ নেয়।
জানা যায়, ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকায় সকাল থেকে অভিযান শুরু করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ।
ইট পোড়ানোর অনুমতি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি ব্যবহারের অনুমতি না থাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাই ভাই ইটভাটাকে ৭ লাখ, যমুনা ৪ লাখ, বংশাই ২ লাখ, আকাশ ৩ লাখ, সোনার বাংলা ২ লাখ ও তিতাস ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ছয় ভাটায় জরিমানার মোট অঙ্ক দাঁড়ায় ২২ লাখ টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার। জরিমানার পাশাপাশি ইটভাটাগুলো এক্সকাভেটর যন্ত্র (ভেকু) দিয়ে ভাটার কিলিন ভাঙচুর করা হয়। পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয় ফায়ার সার্ভিস।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক জানান, অবৈধ ইটভাটায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ঘাটাইলে ইটের ভাটায় অভিযান চালিয়ে ছয় ইটের ভাটাকে ২২ লাখ টাকা জরিমানা ও ভাঙচুর করা হয়েছে।
এদিকে টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ইটভাটা মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স নবায়ণসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার নাইকানীবাড়ী-মিরিকপুর এলাকার মেসার্স এবিএল ব্রিক ফিল্ড, মেসার্স এইচ এমবি ব্রিক ফিল্ড ও বাংড়া এলাকায় মেসার্স কিং ব্রিক ফিল্ডের মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, লাইসেন্স নবায়ণসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এএএ