চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন শিশুসহ দুজন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ডের বার-আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মবিন।
নিহতরা হলেন- উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার আব্দুস সালামের ছেলে মাইদুল ইসলাম মানিক (৩৫), জেসমিন আক্তার (২৬) ও মোটরসাইকেল আরোহী ঢাকার দোহার এলাকার দলিল উদ্দিন শিকদারের ছেলে নুরুল আলম প্রকাশ চাঁন মিয়া (৬০)।
আহতরা হলেন- নিহত জেসমিনের দুই বছরের শিশু ছেলে ও বাঁশবাড়িয়া কোট্টা এলাকার নাসিমের ছেলে সানজিত (২০)।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া কোট্টা বাজার এলাকা অতিক্রমকালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বাদশার ফলের দোকানে ঢুকিয়ে দেন। এতে এক নারী ও এক পুরুষ নিহত হন। গুরুতর আহত হন এক শিশুসহ দুজন।
এ বিষয়ে সীতাকুণ্ডের বার-আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মবিন বলেন, ‘মহাসড়কের একটি পিকআপ ভ্যান দোকানে ঢুকে গিয়ে এক নারী ও এক পুরুষ পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় শিশুসহ এক ছাত্র আহত হন। আমরা পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ছাড়া মহাসড়কের চৌধুরীঘাটা এলাকায় লরিচাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।’
আরটিভি/এমকে