আওয়ামী লীগের রাজনীতি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:২৬ পিএম


আওয়ামী লীগের রাজনীতি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

আওয়ামী লীগের রাজনীতি বন্ধ, গণহত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্বারকলিপি দিয়েছেন গণ অধিকার পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মো. দিদারুল আলমের কাছে স্বারকলিপি হস্তান্তর করা হয়। 

বিজ্ঞাপন

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাজিউর রহমান তানভির।

জানা যায়, স্বারকলিপি হস্তান্তরের সময় জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব হাসানুর রহমান ওবায়দুল্লাহ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাসুম আহমেদ, সাধারণ সম্পাদক জান্নাতুল সাফি, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শিব্বির আহমেদ ভূঁইয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ফাইজা আক্তারসহ জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

এ ছাড়াও মানববন্ধনে বক্তারা বলেন, ২৩ এর অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নারকীয় তাণ্ডব চালিয়েছেন তাদের বিচার এই বাংলায় করতে হবে। তাদের রাজনীতি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে এই দাবি আদায় করা হবে। 

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission