বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জাতীয় নির্বাচনের আগেই সরকারকে গণহত্যার বিচার করতে হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে চব্বিশের রক্তস্নাত গণঅভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, শহীদের সংখ্যা নিয়ে কোন দলীয়করণ করতে চায় না জামায়াত। দেশের সর্বশেষ কতজন শহীদ হয়েছে, তার সংখ্যা এখনো নির্ধারিত হয়নি। অনেক শহীদের লাশ গুম করা হয়েছে বলে অভিযোগ করেন। শহীদরা জীবন দিয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য নয়। এখন সবচেয়ে বেশি প্রয়োজন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা।
উপদেষ্টারা এখন ভালো আছেন কিন্তু শহীদ পরিবারের প্রতি খোঁজ রাখছেন না। ফ্যাসিবাদ দোসরদের অস্তিত্ব এখনও রয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে, অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমীর ড. মো. কেরামত আলীর সভাপতিত্বে একই সময়ে ঢাকা জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আরটিভি/এএএ-টি