রাজশাহীতে পর্দানশীন নারীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ 

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:২৫ পিএম


রাজশাহীতে পর্দানশীন নারীদের বিক্ষোভ
রাজশাহী নির্বাচন কমিশন অফিসের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ করেন পর্দানশীন নারীরা। ছবি: আরটিভি

নারীকে বেপর্দা করে নয়, একমাত্র ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ছবিমুক্ত জাতীয় পরিচয়পত্র প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে মহিলা আনজুমান রাজশাহী জেলা ও মহানগর মজলিস। 

বিজ্ঞাপন

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজশাহী নির্বাচন কমিশন অফিসের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ করেন তারা।

সমাবেশে নারীরা বলেন, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দানশীন নারীরা বৈষম্যের শিকার। গত ১৬ বছর যাবৎ অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে ছবি তুলতে বাধ্য করা হচ্ছে। পর্দানশীন নারীরা এসব হেনস্তার অবসান চান। চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবি তুলেন।

বিজ্ঞাপন

সমাবেশে নারীরা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- প্রথমত বিগত ১৬ বছর যাবত যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা। সকল ক্ষেত্রে পরিচয় সনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে। এবং তৃতীয়ত পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখতে হবে।

সমাবেশ শেষে পর্দানশীন নারীরা জেলা নির্বাচন কমিশনারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে এবং জেলা ও বিভাগীয় শিক্ষা অফিসারকে স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে শতাধিক পর্দানশীন নারী উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission