ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

আ.লীগ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:০৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের পিঠা উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে যখন জনগণের মুল্য থাকেনা, তখন সরকার স্বৈরাচার হয়ে যায়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে তাদের প্রেতাত্মারা এখনও দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, এ দেশের মালিক হচ্ছে জনগণ। তাই জনগণের অধিকার হরণ করবে, মানুষের ওপর জুলুম করবে আগামীতে এ ধরনের শাসন ব্যবস্থা আমরা চাইনা। 

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এই প্রচার সম্পাদক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে।

এ সময় অন্যান্যের মধ্যে শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। 

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |