চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর লঞ্চ ঘাটের পূর্ব উত্তর পাশে নদী থেকে মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
নৌ-পুলিশ জানায়, ওই ব্যক্তির মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় জানায়। পরে থানার উপপরিদর্শক (এসবআই) বিল্লাল আজাদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, অজ্ঞাত ওই ব্যক্তি মুসলিম। পরনে কালো রঙের প্যান্ট এবং গায়ে সাদা আকাশি প্রিন্টের ফুল হাতা শার্ট পরা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। লম্বা ৫ ফিট ৬ ইঞ্চি।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ওই ব্যক্তির পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত দাফনের জন্য মরদেহ আনজুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে।
আরটিভি/এমকে/এস