চাঁদপুর জেলা ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় তিনি বলেন, আপনারা সজাগ থাকবেন স্বৈরাচারের কোন দোসর যাতে কমিটিতে আসতে না পারে। স্বৈরাচার এবং ফ্যাসিবাদ দুইটাকে আমি আলাদাভাবে দেখতে চাই। শেখ হাসিনা সারা বিশ্বে স্বৈরাচারে এক নাম্বারে ছিলো।
অনুষ্ঠান উদ্বোধন করেন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ কাজী মাওলানা মো. সেলিম রেজা।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ মো. ইউসুফ আলী তালুকদার, চাঁদপুর জেলা ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. সলিম উল্যাহ, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শরীফ মো. ছফি উল্লাহ।
চাঁদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ জাকির হোসেন মৃধার পরিচালনায় এ সময় ওলামা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরটিভি/এমকে