নৈরাজ্য সৃষ্টি হলে গণতন্ত্রের পথ উত্তরণে বাধা আসতে পারে: সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৩৮ পিএম


নৈরাজ্য সৃষ্টি হলে গণতন্ত্রের পথ উত্তরণে বাধা আসতে পারে: সালাহউদ্দিন

দেশে নৈরাজ্য পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথ উত্তরণে বাধা আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ধরুন। দেশে নৈরাজ্য পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথ উত্তরণে বাধা আসতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব আপনারা শক্ত হাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় এবং এ ফাঁকে পতিত ফ্যাসিবাদের দোসররা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

বিমানবন্দরে সালাহউদ্দিন আহমেদকে অভ্যর্থনা জানাতে আগে থেকে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ আলহাজ শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, বিএনপি নেতা অধ্যাপক আজিজুর রহমান, যুবদল নেতা ছৈয়দ আহমদ উজ্জ্বলসহ অসংখ্য নেতাকর্মী। পরে বিএনপির শীর্ষ পর্যায়ের এ নেতা তার গ্রামের বাড়ি পেকুয়ার উদ্দেশ্যে রওনা দেন।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission