লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. মাসুদকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা।
যুবদল নেতা মো. মাসুদ কাঞ্চনপুর ইউনিয়নে পশ্চিম বিঘা গ্রামের সৈয়দ বাড়ির আবদুল করিমের ছেলে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শাহ মিরান মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় যুবদল নেতা মাসুদকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন যুবদল নেতা মাসুদ জানান, এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রিপনসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে হামলা করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মূলহোতাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট যুবদল নেতা মো. মাসুদের ছোট ভাই মোস্তফা কামাল রাজু ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হন।
আরটিভি/এআর-টি