কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন 

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:২১ পিএম


কিশোরগঞ্জে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন 

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক মনির মিয়া হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ নূরুল আমিন বিপ্লব এ রায় দেন। এ সময় আদালতে ১৩ আসামির সবাই উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সবাই নিহতের আত্মীয়স্বজন।

আসামিরা হলেন- মজিবুর রহমান, মোখলেছ, শামীম মিয়া, হাবিবুর রহমান, আরিফ, আমিনুল, কামরুল, রানা, ফাইজুল, মনির, হাদিস, রাশিদ ও শাহিন। 

বিজ্ঞাপন

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, জেলার করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-মীরপাড়া গ্রামের বাসিন্দা কৃষক মনির মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে তার চাচাতো ভাই ও অন্য আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। ২০২০ সালের ১০ এপ্রিল বিকেলে মজিবুর রহমানের নেতৃত্বে আসামিরা মনিরসহ আরও দুজনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়। মনিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিৎকাসাধীন অবস্থায় ১২ এপ্রিল মনিরের মৃত্যু হয়। নিহত মনির ভাটিয়া-মীরপাড়া গ্রামের মৃত মো. গনি মিয়ার ছেলে। 

এ ঘটনায় মনিরের ছোটভাই আইন উদ্দিন ১২ এপ্রিল রাতে আসামি হিসেবে ১৪ জনের নাম উল্লেখ করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার ওসি-তদন্ত নাহিদ হাসান সুমন একমাত্র নারী আসামি লুৎফাকে বাদ দিয়ে বাকি ১৩ আসামির বিরুদ্ধে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, ‘যাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের সবার সাজা হয়েছে।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission