ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রেনটির একটি বগির সামনে চারটি চাকা লাইন থেকে সরে যায়। দুর্ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।
দুর্ভোগের শিকার যাত্রীরা বলেন, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশ করা মাত্রই বিকট শব্দে বগিটি লাইনচ্যুত হয়। এতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তারা আরও বলেন, ঈদ মৌসুমকে সামনে রেখে ট্রেনের পুরনো ও দুর্বল বগি সংযুক্ত না করে ভাল বগি দেওয়া উচিত। অন্যথায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এ ছাড়া একদিকে রমজান মাস ও রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় আটকা পড়ার কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপেস ট্রেন রাত ১১টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি থামার আগ মুহূর্তে মাঝামাঝি থাকা ‘ঝ’ বগি লাইন থেকে সরে যায়। এতে ট্রেন বেশ ঝাঁকুনি খায়। পরে বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনাটি লোপ লাইনে ঘটায় রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়নি। আপ লাইন ও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোসেডে জানানো হয়েছে। শিগগিরই এটি উদ্ধার করা হবে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বলেন, থামার আগ মুহূর্তে ট্রেনটির ‘ঝ’ বগি লাইন থেকে সরে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর ডাউন পথের এক নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আরটিভি/এমকে