ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ধামরাইয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ০৭:৫৮ পিএম


loading/img
ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ে পরিত্যক্ত জমি থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকায় একটি আবাসন প্রকল্পের ভেতরের পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে প্রাথমিকভাবে মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, দুপুরের দিকে ওই আবাসন প্রকল্পের ভেতরে পরিত্যক্ত একটি জমিতে মরদেহটি ছিল। তার পরনে জামা ও প্যান্ট ছিল। তবে মুখ ফুলে বীভৎস হয়ে যাওয়ায় চেহারা বোঝা যায়নি। 

পুলিশের ধারণা অন্তত ৫-৬ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ধামরাই থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |