কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি অর্ধগলিত ইরাবতী ডলফিন। শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে জোয়ারের স্রোতে ভেসে এসে সৈকতের গঙ্গামতি পয়েন্টে বালুতে আটকে যায়। স্থানীয় জেলে জসিম উদ্দিন সৈকতের পাশে ডলফিনটি দেখতে পান।
প্রায় ৫ ফিট লম্বা এই ডলফিনটির শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, এটি কয়েকদিন আগেই মারা গেছে এবং স্রোতের টানে সৈকতে ভেসে এসেছে।
স্থানীয়রা জানান, এর আগেও কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে। তবে কী কারণে এই ডলফিনটির মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে পরিবেশবিদরা বলছেন, সামুদ্রিক প্রাণীর মৃত্যুর কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন, দূষণ এবং মাছ ধরার জালের ফাঁদে পড়া অন্যতম কারণ হতে পারে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর এ জাতীয় ডলফিন পাওয়া যায়। যে কারণেই মৃত্যু হোক না কেন, এটা কাঙ্ক্ষিত নয়। সামুদ্রিক জলজ পরিবেশ সঠিক রাখার জন্য ডলফিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরটিভি/এমকে