চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে কুসুমবাগ আবাসিক এলাকায় বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেসরকারি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার হোসেন।
নিহত যুবকের নাম মো. জিহাদ (২৭)। তিনি একই থানার লালখান বাজার এলাকার বাসিন্দা। তিনি নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী।
এ বিষয়ে খুলশী থানার ওসি আফতার হোসেন বলেন, বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন জিহাদ ১২ দিন পর আজ মারা গেছে। ওই সংঘর্ষের ঘটনার পরদিনই আহত এক ভিকটিমের পরিবার বাদী হয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি মামলা করেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান আছে।
উল্লেখ্য, গত ২১ মার্চ রাত ৮টার দিকে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী ও নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ জিহাদ ও আনোয়ার শাহ আলমের অনুসারী। আহত রমিজ শরীফুলের অনুসারী হিসেবে পরিচিত। গোলাগুলির ঘটনার পর সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে খুলশী থানার তৎকালীন ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
আরটিভি/এমকে