ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ  

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০৬:১৮ পিএম


ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাইভেট পড়ে ফেরার পথে বাসের ধাক্কায় নুসরাত জাহান তন্নী (১৫) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের হারুয়া এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার ওই তিন যাত্রী হতাহত হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাসের চালককে আটক করেছে। পাশাপাশি বাসটিও জব্দ করা হয়।

স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় গাছের গুঁড়ি ফেলে আধা ঘণ্টা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

বিজ্ঞাপন

নিহত স্কুলছাত্রী উপজেলার সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে। সে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সকাল ১০টার দিকে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় তন্নী। প্রাইভেট থেকে ফেরার পথে বাড়ির পাশে দুর্ঘটনার শিকার হয়। দুই ভাই ও এক বোনের মধ্যে তন্নী সবার বড়।

অটোরিকশার আহত দুই যাত্রী হলেন মরিয়ম আক্তার (৪০) ও রাকিব হাসান (২২)। তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে মরিয়ম আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অটোরিকশায় ধাক্কা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি চালককেও আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

ঈশ্বরগঞ্জের ইউএনও মো. এরশাদুল আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে অবরুদ্ধ ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চলাচলের উপযোগী করে দেওয়া হয়। তন্নীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করছি।

আরটিভি/এএএ-টি

 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission