হাতিয়ায় নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ  

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০৭:৩৫ পিএম


হাতিয়ায় নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ
ছবি: আরটিভি

নোয়াখালীর হাতিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে এই কুশপুত্তলিকা দাহ করা হয়। 

বিজ্ঞাপন

সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা সদরে ইসলামী সমমনা দলগুলোর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি ভিন্ন ভিন্ন ব্যানারে অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গোল চত্বরে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলায় নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী শাহ মাহফুজুল হক চৌধুরী, পৌরসভা জামায়াতে আমির মাওলানা তাওফিকুল ইসলাম সহ বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনবৃন্দ।

এর আগে পূর্ব নির্ধারিত এই বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য মানুষজন খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদ মাঠে এসে জমায়েত হয়। আসরের নামাজের পর পরই সমবেত জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। মিছিলে বিভিন্ন ব্যানার ফেস্টুন ছাড়াও নেতানিয়াহুর কুশপুত্তলিকা প্রদর্শন করা হয়। যা এক পর্যায়ে আগুনে পুড়িয়ে দেয়া হয়।

এ ছাড়াও হাতিয়া বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতেও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাতে ইসরায়েলি পণ্যসমাগ্রী বর্জনের দাবি জানান বিক্ষুব্ধ জনতা।  

বিজ্ঞাপন

সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরটিভি/এএএ


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission