ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা এলাকায় ইব্রাহিম ফকিরের বসতবাড়িতে ঢুকে তার স্ত্রীকে হাত-মুখ বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার (৮ এপ্রিল) ভালুকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সখিনা আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে অজ্ঞাতনামা ৮ জন পুরুষ ও একজন নারী মিলে তার বাড়িতে প্রবেশ করে। ঘটনার সময় ভুক্তভোগী নারী একাই বাড়িতে ছিলেন। তার স্বামী মো. ইব্রাহিম পেশায় একজন ট্রাকচালক এবং তিনি প্রায়ই বাইরে থাকেন।
সখিনা আক্তার জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে অভিযুক্ত ব্যক্তিরা তাকে জোরপূর্বক ধাক্কা দিয়ে ঘরের মেঝেতে ফেলে দেয় এবং হাত বেঁধে ফেলে। এরপর ঘরের স্টিলের ড্রয়ার ভেঙে সেখান থেকে নগদ ১৯ হাজার টাকা, আনুমানিক ৩ আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল, এবং আনুমানিক ১ আনা ওজনের দুটি নাকফুল নিয়ে যায়। এসময় ডাকাত দলের সদস্যরা গোয়ালঘরে থাকা দুটি মহিষ ও তিনটি গরু নেওয়ার উদ্দেশ্যে গোয়ালঘরের চাবি দেওয়ার জন্যও বলে। তখন তিনি কৌশলে গোয়ালঘরের চাবি দেননি। ভুক্তভোগীর দাবি অনুযায়ী, স্বর্ণালঙ্কারের মোট মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা।
এ সময় দুর্বৃত্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। একা বসবাসরত নারীর ওপর এমন হামলার ঘটনায় প্রতিবেশীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ভালুকা থানার ওসি শামসুল হুদা খান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এএএ-টি