ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রংপুরে আওয়ামী লীগ নেতা বুলবুল গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০১:১৪ পিএম


loading/img

রংপুরের গঙ্গাচড়ায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই নেতার নাম বুলবুল আহমেদ (৪৫)। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।

জানা যায়, গ্রেপ্তার বুলবুল আহমেদ উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাচড়া বাজার এলাকার জমসের আলীর ছেলে। 

বিজ্ঞাপন

বুলবুল রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, পুলিশের বিশেষ অভিযানে বুলবুল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে আদালতে তোলা হবে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |