আদালতের মালখানার গ্রিল কেটে চুরি, আটক ৪

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ০৬:৪৪ পিএম


আদালতের মালখানার গ্রিল কেটে চুরি, আটক ৪
ছবি: সংগৃহীত

নাটোরে আদালতের মালখানার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ৩৭ লাখ টাকাসহ ১১ ভরি স্বর্ণ ও ২০ ভরি রুপা চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান।

জানা যায়, ঘটনাস্থল পরিদর্শন করছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন, সিআইডি, ডিবিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নাটোর আদালতের ডকুমেন্ট কক্ষ এবং কোর্ট পুলিশের জানালার গ্রিল কেটে প্রথমে সংঘবদ্ধ চোর প্রবেশ করে। এরপর নাটোর সদর সার্কেলের মালখানায় প্রবেশ করে সেখান থেকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টায় আদালতে কর্মরত পুলিশ সদস্যরা দেখতে পেয়ে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
 
এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, বেশ কিছুদিন আগে সিংড়ায় গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী থেকে উদ্ধারকৃত ৩৭ লাখ টাকাসহ ১১ ভরি স্বর্ণ, ২০ ভরি রুপা চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই সিআইডি, পিবিআইসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সঙ্গে কি কি চুরি হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission