ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আজ্ঞাপুর এলাকায় রেল লাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বুড়িচং থানা পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) রাত ৮টায় বুড়িচং থানার উপপরিদর্শক (এস আই) রাজীব হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রাজীব হাসান জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের বুড়িচংয়ের আজ্ঞাপুর এলাকায় রেললাইন থেকে অন্তত ৪০ ফুট দূরে একটি জমিতে মরদেহটি পড়েছিল। খবর পেয়ে রাত আটটায় তিনি ঘটনাস্থলে যান।
তিনি জানান, নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ হতে পারে। তার পরনে শার্ট ও প্যান্ট ছিল, প্রাথমিকভাবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পকেটে কুমিল্লা নগরীর একটি টেইলার্স দোকানের রিসিট ছিল। তবে ওই নাম্বারে যোগাযোগ করেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর পাঠানো হয়, পিবিআই সদস্যরা ঘটনাস্থলে এসে আঙ্গুলের ছাপ নিলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরটিভি/এএএ