জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে: শিমুল বিশ্বাস

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ০৯:৩৯ পিএম


জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে: শিমুল বিশ্বাস
ছবি: আরটিভি

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, বিআইডব্লিউটিসির সাবেক চেয়ারম্যান ও দিনকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ২৪ এর জুলাই আন্দোলন ব্যর্থ হলে ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিতো। তাই জুলাই বিপ্লবের আদর্শ আমাদের বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। এই বিপ্লবে দুই হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছেন। তার সত্তরভাগই ছিল গরিব ও শ্রমিক। তাদের রক্তেই অর্জিত হয়েছে ২৪ এর জুলাই বিপ্লবের সফলতা। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের চারমাথা ভবের বাজার ট্রাক টার্মিনালে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শিমুল বিশ্বাস বলেন, যদি এই আন্দালন ব্যর্থ হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের সবার পরিণতি হতো ভয়াবহ। ছাত্র-জনতা ও শ্রমিক যারা আন্দোলনে শামিল হয়েছিল তাদেরকে খুন-গুমের শিকার হতে হতো। তাই হাজার জীবন ও রক্তসাগর পেরিয়ে যে অর্জন হয়েছে সেটি বাস্তবায়নে বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। 

বিজ্ঞাপন

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনোই ভারতের তাবেদার ছিল না। বগুড়ার মানুষরাও ছিলেন না। কিন্তু পতিত শেখ হাসিনা জোর করে বাংলাদেশকে ভারতের তাবেদার বানিয়েছিলেন। বাংলাদেশের শ্রমিকরা রাজপথে থাকলে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে টিকতে পারবে না। বাংলাদেশে প্রায় ৭ কোটি ৩৫ লাখ শ্রমিক শ্রেণির মানুষ রয়েছেন। সকল শ্রমিক সদস্যদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশ হবে শ্রমিকবান্ধব বাংলাদেশ।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ন কবির খান।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডল, সাধারণ সম্পাদক মিন্টু খান প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission