লুকোচুরি খেলতে ফ্রিজের আড়ালে ছিল ২ বোন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০১:৩৮ পিএম


লুকোচুরি খেলতে ফ্রিজের আড়ালে ছিল ২ বোন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার পুঠিয়ার উপজেলার শিলমাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

নিহতরা হলেন, ৭ বছরের শিশু সাইফা ও ৮ বছর বয়সী হামিদা। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বোন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি কবির হোসেন বলেন, দুই শিশু সাইফা ও হামিদা দুপুরে বাসায় লুকোচুরি খেলছিল। সে সময় খেলার ছলে বাড়িতে থাকা ফ্রিজের বৈদ্যুতিক সংযোগের তারে হঠাৎ করে তারা হাত দেয়। এ সময় তারা উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাসার কেউ বিষয়টি বোঝার আগেই ঘটনাস্থলে তারা দুজনেই মারা যায়। মারা যাওয়ার পরে পরিবারের সদস্যরা দেখতে পান।

ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission