চাকরিতে যোগদানের ২দিন পর প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ০৯:২৫ পিএম


চাকরিতে যোগদানের ২দিন পর প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর জয়নগর পিজিসিবির জিএমডির ২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রের বিশ্রামাগার থেকে শামীম হোসেন (২৫) নামে এক উপসহকারী প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার জয়নগর এলাকায় অবস্থিত জিএমডির আওতাধীন ২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রের বিশ্রামাগার ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রকৌশলী শামীম চুয়াডাঙ্গা সদর থানার শৈলগাড়ী এলাকার মসলেম উদ্দীনের ছেলে। মাত্র দুই দিন আগেই (২১ এপ্রিল) তিনি উপসহকারী প্রকৌশলী হিসেবে পিজিসিবিতে যোগদান করেন। এর আগে তিনি কুষ্টিয়ার ভেড়ামারা পাওয়ার গ্রিডে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

জয়নগর পিজিসিবির বিশ্রামাগারের দায়িত্বরত তত্ত্বাবধায়ক (বাবুর্চি) হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে শামীম রাতের খাবার শেষ করে নিজ কক্ষে যান। পরদিন বুধবার বেলা ১১টা পর্যন্ত তার কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা খুলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

জিএমডি ঈশ্বরদী শাখার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, প্রকৌশলী শামীম হোসেন পাওয়ার গ্রিডের ঢাকাস্থ (পিএনডি) নিরাপত্তা অনুশাখা থেকে গত ২১ এপ্রিল ঈশ্বরদী জিএমডি শাখায় যোগাদান করেন। যোগদানের একদিন পরই ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা নেই।

শামীমের বাবা মসলেম উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছে। এর আগে বগুড়ায় বিভাগীয় প্রশিক্ষণে অংশগ্রহণকালে শামীম একাধিকবার চাকরি থেকে পদত্যাগ করতে চেয়েছিল। 

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission