ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

হোমিও চিকিৎসালয়ে রোগীকে যৌন হয়রানির অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০২:৫১ পিএম


loading/img
ছবি: আরটিভি

নেত্রকোণার পারলা এলাকার একটি হোমিও চিকিৎসালয়ে এক নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল বিকেল ৫টার দিকে শারীরিক সমস্যার চিকিৎসা নিতে নেত্রকোণা-ঢাকা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত ‘আরোগ্য হোমিও হল’-এ যান এক নারী। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোবাইল ফোনে রোগীর সমস্যার কথা শুনে হোমিও হলে থাকা একজন সহকারীর মাধ্যমে রোগীকে পরীক্ষা করতে বলেন। 

অভিযোগে বলা হয়, পরীক্ষা-নিরীক্ষার কথা বলে ওই সহকারী রোগীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি তা বন্ধ করেননি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ভুক্তভোগী নারী গত ৩ মে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী নারী বলেন, একজন রোগী তার সমস্যার সমাধানে চিকিৎসকের শরণাপন্ন হন। আর যদি সেই চিকিৎসকের কাছ থেকেই এমন আচরণ পেতে হয়, তাহলে আমরা কোথায় যাব?

স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া জানান, চিকিৎসা নিতে এসে যদি মানুষ এমন হয়রানির শিকার হয়, তাহলে আর কোথায় যাবে? আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচার চাই।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জলিল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার দিন ওই নারীর চিকিৎসা নেওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া গেছে। তবে আরোগ্য হোমিও হলে কাউকে না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এআর

বিজ্ঞাপন

 

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |