পৌষ সংক্রান্তির মেলায় লাখ টাকার কাতল

মৌলভীবাজার প্রতিনিধি

সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯ , ০২:৫৬ পিএম


পৌষ সংক্রান্তির মেলায় লাখ টাকার কাতল

পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ২০০ বছর ধরে বসছে মাছের মেলা। গতকাল রোববার তিন দিনব্যাপী এই মেলার প্রথম দিন বড় সাইজের চিতল, রুই, আইড় ও কাতল মাছের পসরা সাজিয়ে বসেছেন দুই শতাধিক দোকানি।

বিজ্ঞাপন

মেলায় মূল আকর্ষণ ছিল হাকালুকি হাওর থেকে ধরে আনা ৬০ কেজি ওজনের একটি কাতল। এর মালিক হবিগঞ্জের বাহুবল উপজেলার আব্দুর রহমান দাম হাঁকিয়েছেন এক লাখ ২০ হাজার টাকা।

বিজ্ঞাপন

আব্দুর রহমান জানান, হাকালুকি হাওর থেকে কাতল মাছটি মেলায় বিক্রি করার জন্য কিনে এনেছেন। মাছটির আনুমানিক বয়স ১০-১২ বছর। কাতলার পাশাপাশি বেশ কয়েকটি বড় সাইজের চিতল, রুই, আইড় ও বাঘাইড় মাছ নিয়ে এসেছেন তিনি।

মেলা উপলক্ষে এলাকার ঘরে ঘরে নিমন্ত্রণ করা হয়েছিল আত্মীয়স্বজনকে। মেলা থেকে বড় বড় মাছ কিনে সমাদর করা হয়েছে জামাইদের। জামাইরাও মেলা থেকে মাছ কিনে নিয়ে শ্বশুরবাড়ি গেছেন নিমন্ত্রণ খেতে।

বিজ্ঞাপন

মেলা কমিটির সভাপতি ওলিউর রহমান আরটিভি অনলাইনকে জানান, এই মেলায় উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থান থেকে বড় বড় কাতল, রুই, আইড় ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ আসে। প্রতি বছরেই এই মেলায় ১৬-১৭ কোটি টাকার মাছ বিক্রি হয়।

আরো পড়ুন:

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission