• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

পৌষ সংক্রান্তির মেলায় লাখ টাকার কাতল

মৌলভীবাজার প্রতিনিধি

  ১৪ জানুয়ারি ২০১৯, ১৪:৫৬

পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ২০০ বছর ধরে বসছে মাছের মেলা। গতকাল রোববার তিন দিনব্যাপী এই মেলার প্রথম দিন বড় সাইজের চিতল, রুই, আইড় ও কাতল মাছের পসরা সাজিয়ে বসেছেন দুই শতাধিক দোকানি।

মেলায় মূল আকর্ষণ ছিল হাকালুকি হাওর থেকে ধরে আনা ৬০ কেজি ওজনের একটি কাতল। এর মালিক হবিগঞ্জের বাহুবল উপজেলার আব্দুর রহমান দাম হাঁকিয়েছেন এক লাখ ২০ হাজার টাকা।

আব্দুর রহমান জানান, হাকালুকি হাওর থেকে কাতল মাছটি মেলায় বিক্রি করার জন্য কিনে এনেছেন। মাছটির আনুমানিক বয়স ১০-১২ বছর। কাতলার পাশাপাশি বেশ কয়েকটি বড় সাইজের চিতল, রুই, আইড় ও বাঘাইড় মাছ নিয়ে এসেছেন তিনি।

মেলা উপলক্ষে এলাকার ঘরে ঘরে নিমন্ত্রণ করা হয়েছিল আত্মীয়স্বজনকে। মেলা থেকে বড় বড় মাছ কিনে সমাদর করা হয়েছে জামাইদের। জামাইরাও মেলা থেকে মাছ কিনে নিয়ে শ্বশুরবাড়ি গেছেন নিমন্ত্রণ খেতে।

মেলা কমিটির সভাপতি ওলিউর রহমান আরটিভি অনলাইনকে জানান, এই মেলায় উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থান থেকে বড় বড় কাতল, রুই, আইড় ও বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ আসে। প্রতি বছরেই এই মেলায় ১৬-১৭ কোটি টাকার মাছ বিক্রি হয়।

আরো পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে আপত্তির মুখে বন্ধ হলো ‘সাধুসঙ্গ ও লালন মেলা’
খুলনা বিভাগীয় বইমেলা শুরু ২৬ নভেম্বর
বিশ্বকাপের টিকিট পেতে হলে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে
কাবার আদলে তৈরি মঞ্চে চলছে খোলামেলা নাচ-গান