• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

মানিকগঞ্জে পুরান সিলেবাসে এমসিকিউ পরীক্ষা দিয়েছে ৬০০ শিক্ষার্থী

মানিকগঞ্জ প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৬

শিক্ষকদের ভুলের কারণে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার একটি কেন্দ্রে পুরাতন সিলেবাসে এমসিকিউ পরীক্ষা দিতে হয়েছে ৬০০ এসএসসি পরীক্ষার্থীকে। এতে পরীক্ষা খারাপ হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

শনিবার পরীক্ষার প্রথম দিন উপজেলার পিএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

ওই কেন্দ্রের বেশ কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, আজ ছিল তাদের বাংলা পরীক্ষা। ৩০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্র হাতে পাওয়ার তারা বুঝতে পারেন পুরান সিলেবাসের প্রশ্নপত্র তাদের দেয়া হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে তারা কেন্দ্রসচিব, হল সুপার ও শিক্ষকদের জানান। কিন্তু বিষয়টি ধামাচাপা দিয়ে শিক্ষকরা বলেন, এই প্রশ্নেই পরীক্ষা দিতে হবে।

পরীক্ষার্থীরা আরও বলেন, পুরান সিলেবাস অনুযায়ী প্রশ্ন হওয়ায় তাদের পরীক্ষা খারাপ হয়েছে। শিক্ষকরা প্রশ্ন না দেখেই তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছেন।

এরপর পরীক্ষা শেষ হওয়ার পরেই ওই কেন্দ্রের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কেন্দ্রসচিব মিজানুর রহমান ও হল সুপার মজিবর রহমান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের শান্ত করেন।

এ বিষয়ে কেন্দ্র সচিব মিজানুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই প্রশ্নেই পরীক্ষার ফলাফল দেবেন বলে জানিয়েছেন।

জেবি/পি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর একসঙ্গে জানাজা
রাখাল ও শিক্ষকের পার্থক্য যোজন
বরিশালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফা প্রচারণা ও মতবিনিময়