• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

রাতে এসএসসি পরীক্ষা দিলো রিকি

কুষ্টিয়া প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩১

এই প্রথমবারের মতো যশোর বোর্ডের ইতিহাসে রিকি হালদার (১৭) নামে এক শিক্ষার্থী রাতে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

কুমারখালী এমএন হাই স্কুলের খলিলুজ্জামান ভবনের ১টি কক্ষে তার পরীক্ষা নেয়া হয়। শনিবার সন্ধ্যা ৬টায় তার পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় রাত ৯টায়।

রিকি হালদারের জন্য ওই স্কুলের মওলানা শিক্ষক আব্দুল হালিম পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। একজন পরীক্ষার্থীর জন্য একজন কনেস্টবলও দায়িত্ব পালন করেন। রাতে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এর আগে শনিবার সকালে রিকি কুমারখালী এমএন হাইস্কুল কেন্দ্রে এসে পৌঁছালে তাকে আলাদা একটি রুমে রাখা হয়।

জানা গেছে, রিকি এ বছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষার্থী হিসেবে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। রিকি হালদার খ্রিস্টান ‘সেভেন ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের’ অনুসারী। ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলা এই সম্প্রদায়ের লোকের কোনও কিছু লেখা বারণ। এমনকি শনিবার বেড়ানো, খেলাধুলা করা পর্যন্ত নিষেধ।

তাই তার আবেদনের প্রেক্ষিতে যশোর বোর্ড কর্তৃপক্ষ তার শনিবারের পরীক্ষা রাতে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। শনিবার যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে শুধুমাত্র সেই পরীক্ষাগুলোই সে দিনের পরিবর্তে রাতের বেলায় অংশ নেবে।

আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরুর তারিখ জানাল বোর্ড
এসএসসি পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ
৭ এসএসসি পরীক্ষার্থীকে পেটালেন ছাত্রদল নেতা  
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল