• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

চিকিৎসার অভাবে মরে গেল চিত্রা হরিণটি

ফেনী প্রতিনিধি

  ২২ মে ২০১৯, ১৪:৫৩

চিকিৎসার অভাবে ফেনীর সোনাগাজী উপজেলায় লোকালয় থেকে উদ্ধার হওয়া চিত্রা হরিণটি মারা গেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাজীরবাগ ইকোপার্কে অবমুক্ত করার কয়েক ঘণ্টা পর হরিণটি মারা যায়।

সোনাগাজী উপজেলা রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকাসংলগ্ন মাঈন উদ্দিনের দোকানের পশ্চিম পাশ থেকে এলাকাবাসী হরিণটি আটক করে।

খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ হরিণটি উদ্ধার করে ফেনী সদরের কাজীরবাগ ইকোপার্কে অবমুক্ত করে।

জানা গেছে, চিত্রা হরিণটি সকাল সাড়ে নয়টার দিকে বন ছেড়ে লোকালয়ে এসে পড়ে। গ্রামবাসী প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে হরিণটি আটক করে। হরিণটি আটক করার সময় আহত হয়। এরপর জেলা পশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কাজীরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, সঠিক চিকিৎসার অভাবেই হরিণটি মারা গেছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল পারভেজ বলেন, হরিণটির মৃত্যুর জন্য কারও দায়িত্বে অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা
ঝিনাইদহে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০
অবশেষে সেই কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান
খুলনায় ৭ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত