ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় উস্কানিদাতা হিসেবে শেখ আব্দুল আহাদ নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদর ঘোষপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শেখ আব্দুল আহাদ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
ফেসবুকে রসরাজ দাস নামে এক ব্যক্তি ধর্ম অবমাননা করেছেন-এমন অভিযোগ তুলে ৩০ অক্টোবর নাসিরনগরে শতাধিক হিন্দু বাড়িতে হামলা হয়। এসময় ভাঙচুরের শিকার হয় অন্তত ১০টি মন্দির। এ ঘটনায় মোট ৭টি মামলা দায়ের করা হয়। এ সব মামলায় পুলিশ এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
এসজেড