শিক্ষার কোনও বিকল্প নেই: মোরশেদ আলম (ভিডিও)
বর্তমান বিশ্বে শিক্ষার কোনও বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোনও জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষা ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে শেখ হাসিনার সরকার। বললেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।
গতকাল রোববার নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মার্কেন্টাইল ব্যাংক আয়োজিত আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সু-শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত জাতি গড়তে আজকের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তবেই এ দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা ড. নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, সেনবাগ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ও শাখা ব্যবস্থাপক এইচ এস শাহরিয়ার।
এর আগে ফিতা কেটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন আলহাজ মোরশেদ আলম।
জেবি
মন্তব্য করুন