• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৪
ছুরি, সদস্য, কিশোর

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে পাঁচটি ধারালো ছোরাসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার রাত ১১টায় পশ্চিম দেওভোগ এলাকায় অবস্থিত বায়তুন নূর জামে মসজিদের পেছনের বালুর মাঠ থেকে তাদের আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

পরে সদর থানা পুলিশ আটককৃতদের ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটককৃতরা দেওভোগ এলাকার বাসিন্দা। তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।

নারায়ণগঞ্জ সদর থানার পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, দেওভোগে বালুর মাঠে কয়েকজন কিশোর সন্ত্রাসী ধারালো ছোরা নিয়ে সঙ্ঘবদ্ধ হয়। সে সময় এলাকাবাসী তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে। তখন অন্যরা ছোরা ফেলে পালিয়ে যায়। এরপর এলাকাবাসী ফতুল্লা মডেল থানায় না জানিয়ে আমাদের সদর থানাকে জানায়।

পরে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল সদর থানার ওসি আসলাম হোসেন জানান, তিন কিশোরের মধ্যে একজনের বড় ভাইকে কয়েক দিন আগে প্রতিপক্ষের ছেলেরা মারধর করে চুল কেটে দেয়। এর জের ধরে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা করতে মূলত এরা ধারালো ছোরা নিয়ে সঙ্ঘবদ্ধ হয়। কিন্তু স্থানীয়রা তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে।

এ কিশোররা মূলত একটি গ্রুপ বা গ্যাং। এরা প্রায় সময়েই এলাকায় এভাবে অস্ত্র নিয়ে মহড়া দেয়।

তিনি আরও বলেন, সদর থানা পুলিশ তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। যেহেতু তাদের বয়স এখনও ১৮ হয়নি সেহেতু ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ৮ বাংলাদেশি আটক
ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন, পুলিশের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
নারীর মোবাইল ছিনতাই, দৌড়ে ধরলেন ডিসি
জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা