• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

টেকনাফে আটক মিয়ানমারের ৪ সীমান্তরক্ষীকে ফেরত দিয়েছে বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৪
টেকনাফে আটক মিয়ানমারের ৪ সীমান্তরক্ষীকে ফেরত দিয়েছে বাংলাদেশ
টেকনাফে আটক মিয়ানমারের ৪ সীমান্তরক্ষীকে ফেরত দিয়েছে বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ আটক মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি’র চার সদস্যকে ফেরত দিয়েছে বাংলাদেশ।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়।

গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ সদরের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর তীরে অভিযান চালিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির চার সদস্যকে আটক করেছিল বিজিবি।

এরা হলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর নাগকুড়া ব্যাটালিয়নের মেগচিং ক্যাম্পের ক্যাপ্টেন লি উইন কো ম্যায়েং (৩০), সার্জেন্ট ইয়ানাং তুন (৩১), সার্জেন্ট প্যায়াং গি (২৫) ও সিপাহী ক্য ক্য (২৮)।

-------------------------------------------------------------------------
আরো পড়ুন: সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
-------------------------------------------------------------------------

বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গত ২৫ আগস্ট রাতে টেকনাফের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর তীর থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় বিজিবির সদস্যরা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী-বিজিপির চার সদস্যকে আটক করেছিল। আটকের সময় তাদের কাছ থেকে একটি এমএ-১১ রাইফেল, ১০টি গুলি, একটি টর্চ লাইট এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া বিজিপি সদস্যদের বহনকারী একটি স্পিডবোটও জব্দ করা হয়। পরে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে আলাপ-আলোচনার পর তাদের মিয়ানমারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়।

পতাকা বৈঠকের মাধ্যমে আজ দুপুর ২টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু পয়েন্ট দিয়ে বিজিপির এসব সদস্যকে হস্তান্তর করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার থেকে ফিরলেন ৮৫ বাংলাদেশি, যাচ্ছেন ১২৩ বিজিপি-সেনা
টেকনাফে পালিয়ে আসা বিজিপির ১৩ সদস্য আটক
নতুন করে জীবন বাঁচাতে পালিয়ে এলেন ১১৯ বিজিপি
নাফ নদীতে ট্রলার ডুবি, ১ বিজিপি সদস্য টেকনাফে