• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ায় মামলা

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৩
মামলা, রোহিঙ্গা, পরিচয়পত্র

চট্টগ্রামে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশন অফিসের এক কর্মচারীসহ পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে।

মঙ্গলবার ভোরে নগরীর ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বাদী হয়ে কোতোয়ালি থানায় জালিয়াতির মামলাটি দায়ের করেন।

এর আগে গতকাল সোমবার রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের অফিস সহায়ক জয়নাল আবেদিন, সুমি দাস ও গাড়িচালক বিজয় দাস নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বাকি দুইজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন। এ সময় জয়নাল আবেদিনের কাছ থেকে ২০১৪ সালে নির্বাচন কমিশন অফিস থেকে খোয়া যাওয়া একটি ল্যাপটপ জব্দ করা হয়।

চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের আঞ্চলিক কর্মকর্তা হাসানুজ্জামান জানান, দীর্ঘ তদন্তের পর এনআইডি জালিয়াতির ঘটনায় অফিস সহায়ক জয়নালসহ গ্রেপ্তার তিনজনের সংশ্লিষ্টতা পান তারা।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা, সেই নারী আটক
জাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা