নিষেধাজ্ঞা সত্ত্বেও শরীয়তপুরে অবাধে চলছে মা ইলিশ শিকার (ভিডিও)
ইলিশ ধরা ও বেচা-কেনায় নিষেধাজ্ঞা থাকলেও শরীয়তপুরে পদ্মা-মেঘনায় অবাধে চলছে মা ইলিশ শিকার। শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়া থেকে গোসাইরহাট উপজেলার খুনেরচর পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকার নদীর পাড়ে অন্তত ২৯টি স্থানে, অস্থায়ী হাট বসিয়ে বেচা-কেনা হচ্ছে এসব ইলিশ। তবে প্রশাসন বলছে, এসব হাটের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।
নদীতে অবাধে মাছ ধরতে দেখে বোঝার উপায় নেই চলছে নিষেধাজ্ঞা। ঋণের বোঝা, আড়ৎদারদের দাদন ও পাওনাদারদের পাওনা পরিশোধ করতে বাধ্য হয়েই জেল-জরিমানার ভয় উপেক্ষা করেই নদীতে মা ইলিশ শিকার করছে জেলেরা।
জেলেদের পাশাপাশি মৎস্যজীবী নেতাসহ কিছু মৌসুমী ব্যবসায়ী অন্য জেলা থেকে জেলে ভাড়া করে এনে করছেন মা ইলিশ শিকার।
---------------------------------------------------------------------
আরও পড়ুন : বিদ্যালয়ের মাঠ দখল করে গবাদিপশুর খামার
---------------------------------------------------------------------
জাজিরার পাচুখার কান্দি এলাকার পদ্মার পাড়েই বসেছে ইলিশের হাট। নদী থেকে মাছ ধরার পর অস্থায়ী ২৯টি হাটে দিনরাত অবাধে চলছে বেচা-কেনা।
অবৈধ হাটের খবর পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায়।
মা ইলিশ ধরা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে এমনটাই আশা সবার।
পি
মন্তব্য করুন