ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বিএসএফ সদস্যকে আটকের পর ফেরত দিলো বিজিবি

বেনাপোল প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯ , ১২:৪৪ পিএম


loading/img
ফাইল ছবি

বেনাপোল চেকপোস্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে  বিএসএফের একজন সদস্যকে আটক করেছে বিজিবি।

বিজ্ঞাপন

আটককৃত বিএসএফ সদস্যের নাম শ্রী চৈতন্য। পরে দুই দেশের  ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের সমঝোতায় তাৎক্ষণিকভাবে তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বাংলাদেশি একজন চোরাচালানিকে আটকের ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় অনুপ্রবেশের এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

৪৯-বিজিবির বেনাপোল চেকপোস্টের ইনচার্জ সুবেদার মিজানুর রহমান জানান, বাংলাদেশে সীমান্তবর্তী  বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বড় আঁচড়া গ্রামে খোকনের ছেলে আলী হোসেন অবৈধভাবে ভারতে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

আটক আলী হোসেন কৌশলে পালিয়ে বাংলাদেশ অভিমুখে দৌড়ে ঢুকে পড়ে। তাকে ধরতে পিছু নেয়  বিএসএফের পাঁচ সদস্য।  একপর্যায়ে তারা নোম্যান্সল্যান্ড পেরিয়ে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে বেনাপোল চেকপোস্টের পুরাতন ইমিগ্রেশন বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ে আলী হোসেনকে ধরে বেদম মারধর করে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে আসে বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চার বিএসএফ সদস্য পালিয়ে গেলেও ধরা পড়ে বিএসএফের হেড কনস্টেবল শ্রী চৈতন্য। পরে তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে হস্থান্তর করা হয়।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |