• ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

টিসিবির পেঁয়াজ দোকানে বিক্রির সময় আটক চার

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ ডিসেম্বর ২০১৯, ১৩:১৮
আটক পেঁয়াজ টিসিবি
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অক্সিজেন মোড় এলাকায় টিসিবির পেঁয়াজ দোকানে বিক্রির সময় ডিলারসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় সাত বস্তা পেঁয়াজ উদ্ধার করা হয়।

গতকাল সোমবার দিনগত রাতে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।

আটককৃতদের বিরুদ্ধে বায়েজীদ থানার মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি ।

আটককৃতরা হলো টিসিবির ডিলার দোলন বড়ুয়া, সহকারী দিলীপ বড়ুয়া, গাড়ির চালক এমদাদুল হক মাসুম ও জাহাঙ্গীর স্টোরের মালিক মো. জাহাঙ্গীর আলম।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদে জানা যায় টিসিবির পেঁয়াজ গোপনে দোকানে বিক্রি করে দেওয়া হচ্ছে। পরে অভিযান চালানো হয়। এসব পেঁয়াজ খোলাবাজারে ৪৫ টাকা বিক্রি করছে সরকার। কিন্তু ডিলার দোলন ১৭৫ কেজি পেঁয়াজ ৭৫ টাকা দরে দোকানদার জাহাঙ্গীরের কাছে বিক্রি করে দেন। পরে তার দোকান থেকে পেঁয়াজগুলো জব্দ করা হয়। টিসিবি নগরীর ১৩টি পয়েন্টে ৪৫ টাকা করে পেঁয়াজ বিক্রি করছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে পেঁয়াজের দাম
সাত কলেজ নিয়ে পরিকল্পনা জানালেন শিক্ষা উপদেষ্টা
তিতুমীরে আজ ‘ক্লোজ ডাউন’, দাবি না মানলে কাল ‘বারাসাত ব্যারিকেড’
আমদানি অব্যাহত থাকলেও কমছে না আলু ও পেঁয়াজের দাম