টিসিবির পেঁয়াজ দোকানে বিক্রির সময় আটক চার

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯ , ০১:১৮ পিএম


আটক পেঁয়াজ টিসিবি
ফাইল ছবি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অক্সিজেন মোড় এলাকায় টিসিবির পেঁয়াজ দোকানে বিক্রির সময় ডিলারসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় সাত বস্তা পেঁয়াজ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গতকাল সোমবার দিনগত রাতে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।

বিজ্ঞাপন

আটককৃতদের বিরুদ্ধে বায়েজীদ থানার মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি ।

আটককৃতরা হলো টিসিবির ডিলার দোলন বড়ুয়া, সহকারী দিলীপ বড়ুয়া, গাড়ির চালক এমদাদুল হক মাসুম ও জাহাঙ্গীর স্টোরের মালিক মো. জাহাঙ্গীর আলম।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদে জানা যায় টিসিবির পেঁয়াজ গোপনে দোকানে বিক্রি করে দেওয়া হচ্ছে। পরে অভিযান চালানো হয়। এসব পেঁয়াজ খোলাবাজারে ৪৫ টাকা বিক্রি করছে সরকার। কিন্তু ডিলার দোলন ১৭৫ কেজি পেঁয়াজ ৭৫ টাকা দরে দোকানদার জাহাঙ্গীরের কাছে বিক্রি করে দেন। পরে তার দোকান থেকে পেঁয়াজগুলো জব্দ করা হয়। টিসিবি নগরীর ১৩টি পয়েন্টে ৪৫ টাকা করে পেঁয়াজ বিক্রি করছে।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission