২১ জেলার পণ্যবাহী পরিবহন ধর্মঘট অব্যাহত

আরটিভি অনলাইন রিপোর্ট, ঝিনাইদহ

মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭ , ০২:৩৪ পিএম


২১ জেলার পণ্যবাহী পরিবহন ধর্মঘট অব্যাহত

অব্যাহত রয়েছে ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলায় পণ্যবাহী পরিবহন ধর্মঘট। সোমবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।

বিজ্ঞাপন

ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণ সিদ্ধান্ত বাতিলসহ আরো নানা দাবিতে এ ধর্মঘট ডাকে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে জেলার সব ধরনের মালামাল পরিবহন কার্যক্রম।

ঝিনাইদহ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর জানান, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। ট্রাকের রুট পার্মিট, লাইসেন্স দিচ্ছে না। এগুলো নিতে গেলে গাড়ীর সাইড এঙ্গেল, বাম্পার খুলে ফেলতে হচ্ছে। ফলে গাড়ির ক্ষতি হচ্ছে। সমস্যায় পড়ছে চালকরা। পাশাপাশি সড়কে ট্রাফিক পুলিশ কাগজপত্র চেকের নামে হয়রানি করছে। এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আমাদের দাবি না মানার পর্যন্ত এ ধর্মঘট চলবে।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission