নড়াইলে সুলতান মেলা শুরু
বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে ১২ দিনব্যাপী সুলতান মেলা শুরু হয়েছ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও মৌসুমি ইন্ডাস্ট্রিজের (কিউট) পৃষ্ঠপোষকতায় মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার।
এবারের মেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে।
জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) কাজী মাহবুবুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ডিআইজি ড.খ. মহিদ উদ্দিন বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বরেণ্য শিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
জেবি
মন্তব্য করুন