বাংলাদেশের জলসীমায় ২৬ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ‘এফবি শঙ্কপ্রদীপ’ ও ‘এফবি মা মঙ্গল’ নামে দুটি অত্যাধুনিক ট্রলার জব্দ করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ট্রলারসহ তাদের আটক করা হয়। পরে তাদের মোংলা থানায় সোপর্দ করে নৌবাহিনী। তাদের সবার বাড়ি ভারতের দক্ষিণ ২৪ পরগণা জেলায় বলে জানা গেছে।
এদিকে, নৌবাহিনীর বরাত দিয়ে মোংলা থানার এসআই মো. আহাদ বলেন, ‘বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছে। নৌবাহিনীর মোংলাস্থ দিগরাজ নৌঘাঁটির চিফ পেটি অফিসার মো. ইমান আলী বাদী হয়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে আন্তর্জাতিক সমুদ্র আইনে মোংলা থানায় দু’টি মামলা করেন।
আটক জেলেদের আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে বাগেরহাটের কারাগারে পাঠানো হয়েছে।
এজে/পি
মন্তব্য করুন