• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

কৃষি জমিতে বালু ভরাট নিয়ে সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ জানুয়ারি ২০২০, ১৪:৩৬
বালু হত্যা সংঘর্ষ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কৃষি জমিতে ড্রেজারে বালু ভরাটের প্রতিবাদ করায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় একটি মাইক্রোবাস ভাংচুর করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দন্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসীর মধ্য উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী জানায়, একটি কৃষি জমি ও পুকুরে ড্রেজারের বালু ফেলা শুরু করে ওই এলাকার নূরুজ্জামানসহ একদল সন্ত্রাসী। এতে গ্রামবাসী আড়াইহাজার থানায় অভিযোগ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আড়াইহাজার থানার (এসআই) আসাদ মিয়া আরটিভি অনলাইনকে জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনা সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপমান সইতে না পেরে স্কুলশিক্ষকের আত্মহত্যা
স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
ফের হত্যার হুমকি, প্রাণে বাঁচতে যা করতে হবে সালমানকে
মমতাজের বিরুদ্ধে আলোচিত ৪ হত্যাকাণ্ডের ঘটনায় আরেক মামলা