ভৈরবের দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভবানীপুর গ্রামে সকালে হুমায়ূন ও জয়নাল গ্রুপের মধ্য এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, ভবানীপুর গ্রামের হুমায়ূন গ্রুপ ও জয়নাল গ্রুপ পূর্ব শত্রুতার জের ধরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইতোপূর্বে একাধিকবার এই গ্রামে সংঘর্ষ হয়েছে।
তিনি আরো জানান, হুমায়ূন গ্রুপ ও জয়নাল গ্রুপ পূর্ব শত্রুতার জের ধরে এর আগেও সংঘর্ষ করছে। আজকের সংঘর্ষও পূর্ব শত্রুতার জের ধরে হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এসএস