ফরিদপুরের নগরকান্দায় পুলিশের তাড়া খেয়ে নিখোঁজ হবার ১৯ ঘণ্টা পর এক যুবকের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় বাসাগাড়ি গ্রামের একটি পুকুর থেকে নিহত যুবক ওহিদ শেখের মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী।
নিহতের মামা জানান, গ্রামের এক জায়গায় ৬ যুবক তাস খেলছিল। রাতে সেখানে অভিযানে যায় নগরকান্দা থানা পুলিশ। তারা ৫ জনকে আটক করলেও অহিদ শেখ দৌড়ে পাশের পুকুরে ঝাঁপ দেন। পুলিশ তাকে উদ্ধার বা গ্রেপ্তারে আর কোন উদ্যোগ না নিয়েই চলে যায়।
অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশের অবহেলার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
এসজে/