• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

টাঙ্গাইলে ধর্ষণের শিকার তিন ছাত্রীর টিসি বাতিল

টাঙ্গাইল প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১
টাঙ্গাইলে ধর্ষণের শিকার তিন ছাত্রীর টিসি বাতিল
ফাইল ছবি

টাঙ্গাইলের ঘাটাইল বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার সেই তিন ছাত্রীকে দেয়া টিসি বাতিল করেছে স্কুল কর্তৃপক্ষ। তারা তাদের নিজ বিদ্যালয়েই লেখাপড়া করতে পারবে বলে জানিয়েছেন ঘাটইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা।

ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার, ওই বিদ্যালয়ের সভাপতি এবং প্রধান শিক্ষকের সাথে কথা বলে ভুক্তভোগী ছাত্রীদের দেয়া টিসি বাতিল করেছি। তারা এখন নিজ বিদ্যালয়েই পড়ালেখা করতে পারবে। ওই ছাত্রীদের মধ্যে দুইজনের সাথে আমার কথা হয়েছে এবং একজনকে পাইনি। মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে, যে ছাত্রীকে পাওয়া যায়নি তাকে বুঝিয়ে স্কুলে নিয়ে আসতে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শাসমুল বলেন, ওই মেয়েদের এবং তাদের অভিভাবকদের সাথে কথা বলে আমি তাদের স্কুলে নিয়ে গিয়েছি এবং আগামী শনিবার থেকে তারা নিয়মিত ক্লাস করবে।

টিসি বাতিলের সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষিকা বুলবুলি বেগম বলেন, ভুক্তভোগী তিন ছাত্রী এখন থেকে নিয়মিত ক্লাস করতে পারবে।

উল্লেখ্য যে, ধর্ষণের শিকার তিন ছাত্রীকে ক্লাস করার অনুমতি না দিয়ে টিসি দিয়ে বের করে দেয় স্কুল কর্তৃপক্ষ ।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনরোষে পালিয়ে গেলেন ইউএনও
‘আ.লীগ ফিরে আসবে’ বলা ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহার
নিয়োগের ২২ বছর পর বেতন পাচ্ছেন কলেজ শিক্ষক
শ্রীপুরে ইউএনওর গাড়ি ভাঙচুর, এসিল্যান্ডসহ আহত ১০