• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ মার্চ ২০২০, ১৪:৫৩
যৌতুক, স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
ছবি: প্রতীকী

টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে হত্যার দায়ে আশরাফুল ইসলামকে (২৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুর ১২টায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আশরাফুল ইসলাম দেলদুয়ার উপজেলার গড়াসিন গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।

টাঙ্গাইলের সরকারি কৌশলী (পিপি) এস আকবর খান জানান, ২০১২ সালের ১৮ আগস্ট যৌতুকের জন্য আশরাফুল তার স্ত্রী সালেহাকে (২৪) পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের বাবা আব্দুস সামাদ আশরাফুলকে আসামি করে একটি হত্যা দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। পরে দীর্ঘ তদন্ত এবং শুনানির পরে আজ আদালত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের অবশিষ্ট ৫ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
চাঁদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড