করোনাভাইরাস: এবার টাঙ্গাইলের যৌন পল্লী বন্ধ
করোনাভাইরাস আতঙ্কে দেশের দ্বিতীয় বৃহত্তম টাঙ্গাইলের যৌনপল্লী আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার (২০ মার্চ) রাতে এই ঘোষণা দেওয়া হয়। ফলে এখন থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এই পল্লীতে বাইরের কেউ ভেতরে এবং ভেতরের কেউ বাইরে যেতে পারবে না।
জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময়ে যাতে যৌনকর্মীরা খাদ্য সংকটে না পড়ে সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি ওজনের ৫০০ বস্তা চাল বিতরণ করা হয়। এছাড়াও নিষেধাজ্ঞার দিনগুলোতে যৌনকর্মীদের খাওয়া-দাওয়াসহ যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানানো হয়।
জেলা প্রশাসনের এই নির্দেশনা কেই না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদ উল্লাহসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এজে
মন্তব্য করুন