• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

লাঠিচার্জেও বন্ধ হচ্ছে না ঘোরাফেরা

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০২০, ১২:১০
করোনা লাঠিচার্জ ঝিনাইদহ
ছবি সংগৃহীত

ঝিনাইদহের সকাল থেকেই পুলিশ সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছে। কাউকে মাস্ক ছাড়া বা অপ্রয়োজনে ঘোরাফেরা করতে দেখলে কঠোরভাবে নির্দেশসহ তাৎক্ষণিক শাস্তি প্রদান করা হচ্ছে।

সময় কালীগঞ্জে অকারণে ঘোরাফেরা আড্ডারতদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়।

তবে সুযোগ পেলেই অনেকেই আইন অমান্য করে আড্ডা দিচ্ছেন।

ঝিনাইদহে গেল ২৪ ঘণ্টায় আরও ছয় প্রবাসীসহ ২৭ জনকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। নিয়ে এখন জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ৯৪৭ জন। এদের বেশির ভাগই বিদেশফেরত।

তবে ঝিনাইদহে আজ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত কোনও রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম

তিনি বলেন, যেভাবে দেশের প্রায় সকল মানুষ নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন, করোনাভাইরাস থেকে বাঁচতে ঠিক তেমনি বিদেশফেরত বাংলাদেশিদেরও তাদের বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ জানাই।

এর মধ্যে ১৪ দিন পূর্ণ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে ৪০৫ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ৫৪২ জন। তারা বাড়ির বাইরে বের হতে পারবেন না। আগামী ১৪ দিন তারা বাড়িতেই থাকবেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পুষ্পা টু’র ট্রেলার লঞ্চে বিপত্তি, পুলিশের লাঠিচার্জ  
কৃষি জমিতে কারখানার বর্জ্য, বিপাকে কৃষক
দুপুরে নিখোঁজ শিশু, সন্ধ্যায় পুকুরে মিলল মরদেহ
শৈলকুপায় মেছোবাঘকে পিটিয়ে হত্যা